অপরাধীদের বিচার হবেই: প্রধানমন্ত্রী

অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন তাদের বিচার হবে বলে বুধবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘অপরাধীদের কোনো দল নেই…তাদের পরিচয় কেবলই অপরাধী এবং তারা যত শক্তিশালীই হোক না কেন তাদের বিচার হবেই।’

আওয়ামী লীগের সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৩০) গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের জবাবে ইতালি সফরে থাকা শেখ হাসিনা জাতীয় সংসদে লিখিতভাবে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীন ও প্রভাবমুক্ত থেকে বিচার পরিচালনা করে। বিচার বিভাগ আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে জনগণের আস্থা অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা ফেনীর মাদরাসাযাত্রী নুসরাত জাহান রাফি, বুয়েট ছাত্র আবরার ফাহাদ, বরগুনার রিফাত ও নারায়ণগঞ্জের সাত খুন মামলাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রায় ও বিচার কার্যক্রম তুলে ধরেন। তার মতে, সরকার এসব মামলার বিচার দ্রুত করতে পারায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে তার সরকারের ২৫ দফা পরিকল্পনা তুলে ধরেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ