অবশ্যই কোভিড-১৯ পজিটিভ মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াবেন

World Health Organization (WHO) Director-General Tedros Adhanom Ghebreyesus wears a protective fave mask after leaving a ceremony for the restarting of Geneva's landmark fountain, known as "Jet d'Eau" following the COVID-19 outbreak, caused by the novel coronavirus on June 11, 2020 in Geneva. - The fountain was switched off on March 20, 2020, as the Swiss government further tightened measures against COVID-19. (Photo by Fabrice COFFRINI / AFP)

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত নবজাতক শিশুর মা সাধারণ ভাবে বুকের দুধ খাওয়ানো অব্যাহত রাখবেন এবং তাদের শিশুদের থেকে দূরে থাকবেন না। এ ভাইরাসের ঝুঁকির প্রভাবমুক্ত থাকার স্বার্থে শিশুদের মায়ের বুকের খাওয়ানোর ওপর জোর দেয়া হচ্ছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একথা জানিয়েছে। খবর এএফপি।

ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাধানম গেব্রেইয়েসাস ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বুকের দুধ খাওয়ানোর সময় করোনা ভাইরাসে আক্রান্ত নারীর মাধ্যমে তাদের শিশুদের সংক্রমণের ঝুঁকির বিষয় নিয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা ব্যাপক গবেষণা করেছে।

তিনি বলেন, ‘এতে আমরা জেনেছি মায়ের কাছ থেকে শিশুর কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। তবে, উচ্চ ঝুঁকির অন্য অনেক রোগের ক্ষেত্রে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকা ভাল।’

তিনি আরও বলেন, ‘অনেক তথ্য-প্রমাণের ভিত্তিতে এক্ষেত্রে ডব্লিউএইচও’র পরামর্শ হচ্ছে, কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের সম্ভাব্য ঝুঁকির প্রভাবমুক্ত থাকার স্বার্থে নবজাতক শিশুদের বুকের দুধ পান করান।’

ডব্লিউএইচও’র প্রজনন স্বাস্থ্য ও গবেষণা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা অনশু ব্যানার্জী ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন পরীক্ষায় এখন পর্যন্ত মায়ের বুকের দুধে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

টেড্রস বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসে সন্দেহভাজন বা নিশ্চিত হওয়া মা’দের বুকের দুধ পান করানো অব্যাহত রাখতে উৎসাহিত করতে হবে এবং অসুস্থ থাকলেও তারা তাদের শিশুদের কাছ থেকে আলাদা থাকবেন না।’ তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান