অভিশংসন তদন্ত: ট্রাম্পের আইনজীবী না থাকলেও শুনানি হবে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটি আশা করছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এতদিন ধরে যে অভিশংসন তদন্ত চলছে, তার ফলাফল এবং সুপারিশগুলির একটি প্রতিবেদন আজ মঙ্গলবার জনসাধারনের উদ্দেশ্যে প্রকাশ করবে।

কমিটির চেয়ারম্যান অ্যাডাম শেফ এমএসএনবিসিকে বলেছেন যে এই প্রতিবেদন তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তিনি আরও বলেন, কমিটি মঙ্গলবার রাতে বিচার বিভাগীয় কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদিনটি জমা দেওয়ার বিষয়ে ভোট গ্রহন করা হবে, সদস্যরা সিদ্ধান্ত নেবেন যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন করবেন কিনা।

বিচার বিভাগীয় কমিটিতে বুধবার যে ইমপিচমেন্ট শুনানির কথা রয়েছে, তাতে ট্রাম্পের কোনও আইনজীবী উপস্থিতি না থাকলেও করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে তিনি কোন প্রতিনিধি পাঠাবেন না “কারণ পুরো বিষয়টি একটি প্রতারণা।”

লন্ডনে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (NATO) নেতাদের সম্মেলনে অংশ নেওয়ার সময় ডেমোক্র্যাটদের শুনানি অনুষ্ঠিত হওয়ার জন্যও ট্রাম্প এর সমালোচনা করেন। খবর ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান