অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে ফল ভুগতে হবে ট্রাম্পকে শি জিনপিং

বেজিং মেনে নেবে না হংকং নিয়ে কোন রকম মার্কিন হস্তক্ষেপ৷ এ বিষয়ে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে চিন ৷ এবার হংকং-এ কোন মার্কিন সামরিক জাহাজ ও বিমান আসতে পারবেনা বলে ঘোষণা করল চিন৷ শুধু তাই নয় হংকংয়ের বিক্ষোভকারীদের উপর ‘হিংসাত্মক ও অপরাধমূলক কাজকর্মে’ ইন্ধন জোগানোর অভিযোগে কয়েকটি মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থার উপর নিষেধাজ্ঞাও জারি করেছে চিন।

সম্প্রতি কিছুদিন ধরেই গণতন্ত্রের দাবিতে হংকং উত্তাল হয়েছে৷ এদিকে সরকার-বিরোধী সেই বিক্ষোভকে সমর্থন করে গত সপ্তাহে আইন পাশ করেছিল মার্কিন কংগ্রেস। আর তা দেখে বেজায় চটেছে চিন৷ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে চিন জানিয়েছিল, এভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তার ফল ভুগতে হবে।

আজকের বাজার/লুৎফর রহমান