‘অসদাচরণের’ অভিযোগ বিষয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার তদন্ত শুরু

জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা (হু) অভ্যন্তরীণভাবে প্রচারিত অজ্ঞাতনামা এক ই-মেইল বার্তার ওপর ভিত্তি করে এ সংস্থার ভিতরে ‘অসদাচরণের অভিযোগের’ বিষয়ে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার সংস্থাটি একথা জানায়।

হু জানায়, এমন অভিযোগের ব্যাপারে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনের বিষয় তারা অবগত রয়েছে। তারা জানায়, মহাপরিচালক টেডরস আধানম গোবিয়াসেস অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগের ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করলেও ২০১৭ সালে গোবিয়াসেস দায়িত্ব গ্রহণের পর থেকেই হু এ ব্যাপারে বেশি গুরুত্ব দেয়।

বিবৃতিতে আরো বলা হয়, হু তাদের চলতি পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে সর্বস্তরে লিঙ্গ সমতার উন্নয়ন এবং ভৌগোলিক বৈচিত্র্য বাড়াতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হু মুখপাত্র সারাহ রাসেল বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে সংস্থাটি অজ্ঞাতনামা ই-মেইলের ভিত্তিতে অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখছে। এক্ষেত্রে যে কোন ধরনের অসদাচরণ আমাদের জন্য উদ্বেগের বিষয়।’

তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ