অসুস্থ খালেদাকে দেখতে কারাফটকে মহিলা দলের নেত্রীরা

শরীরিক পরীক্ষার জন্য  আজ খালেদা জিয়াকে বিএসএসএমএমইউতে নেওয়া হতে পারে এমন ধারণা করে সকাল থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারের সামনের সড়কে লাইন ধরে দাঁড়িয়ে পড়েন  তারা।

সোমবার সকাল ১০ টায় কারাফটকে যান তারা। তবে ১০/১৫ মিনিট পর পুলিশ তাদের সরিয়ে দেয়।

তাদের সরিয়ে দেওয়ার সময় সহকারী পুলিশ কমিশনার সানোয়ার হোসেন তাদের উদ্দেশে বলেন, “প্রোপার ওয়েতে আসেন ম্যাডাম। ওয়ার্কিং ডে, তাই এখানে দাঁড়ানো যাবে না।”

এ সময় আফরোজার পাশে দাঁড়ানো একজন বলে ওঠেন, ‘আমরা কিছু করব না। এক পাশে দাঁড়িয়ে থাকব শুধু।’

তবে পুলিশ তা শোনেনি। চকবাজার থানার এসআই লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, ‘যান চলাচলে সমস্যা হচ্ছিল। তাই উনাদেরকে অনুরোধ করলে উনারা চলে যান।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

আরজেড/