আগামি বাজেটের আকার ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

আগামি বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে অবকাঠামো উন্নয়ন খাতে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেটের আকার হতে পারে ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকা।

আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে পাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, টাকার অঙ্ক বাড়লেও ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বিশেষ কোনো সংস্কারমূলক উদ্যোগ থাকবে না। তবে নতুন অর্থবছরে বাজেটের আকার ছাড়িয়ে যাবে অতীতের রেকর্ড। এবারের বাজেট ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা থেকে ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকার হতে পারে।

বাজেট প্রস্তুতির অংশ হিসেবে সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী। আসছে বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ এবং সংস্কার বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এ সময় বক্তব্য তুলে ধরা হয়।

মন্ত্রী জানান, সরকারের শেষ বাজেট হওয়ায় এবারের বাজেটে সংস্কারমূলক উদ্যোগ নেয়ার সুযোগ কম। এবারের বাজেট হবে বর্তমান সরকারের চলতি মেয়াদে শেষ বাজেট।

আজকেরবাজার/এস