আদালত আওয়ামী লীগের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু বলেছেন, আদালত কারো প্রতিপক্ষ নয়। আওয়ামী লীগেরও নয়। তবে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে। রায়ের অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হচ্ছে। আদালত রাজনীতির ঊর্ধ্বে।

বুধবার ০৯ আগস্ট বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে দলটির পক্ষে আবদুল মতিন খসরু ছাড়াও দলের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিএনপি রাজনীতি করছে। তারা রায়ের অপব্যাখ্যা দিচ্ছে।

বিএনপি বলছে, সরকারের পদত্যাগ করা উচিত ও সরে যাওয়া উচিত। অথচ রায়ের কোথাও সরকার অবৈধ এমন কথা নেই। আদালতের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

শ ম রেজাউল করিম বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে পর্যালোচনা হচ্ছে। এ বিষয়ে রিভিউ করবে নাকি রায়ের কিছু বিষয় বাদ দেওয়ার জন্য কথা বলবে সেটা নিয়ে দল কাজ করছে।

আজকের বাজার: আরআর/ ১০ আগস্ট ২০১৭