আবারও বড় দরপতনে পুঁজিবাজারে আতংক বাড়ছে

আবারও বড় দরপতনে পুঁজিবাজারে আতংক বাড়ছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক এবং লেনদেন দুইটাই কমেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ৭০ পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২১৭ পয়েন্ট। এদিন লেনদেনের শুরু থেকেই বিক্রেতা চাপে টানা নামতে থাকে সূচক। যার ধারাবাহিকতায় দেশের উভয় বাজারের সূচক প্রায় সাড়ে ২১ মাসের সর্বনিম্ন স্থানে অবস্থান করছে। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, তারল্য সংকটের কারণেই বাজারের এই দূরবস্থা।যার কারনে প্রায়ই বাজারে দরপতন হচ্ছে।একই সাথে কমছে শেয়ারের দর।যার ফলে আস্থার চরম সংকট দেখস দিয়েছে। বাজারের তারল্য সংকট দূর করতে নির্বাচনের আগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ২হাজার কোটি টাকার ফান্ড গঠনের অনুমোদন দিয়েছে কমিশন। যা চিলতি সপ্তাহের মধ্যে টাকা সংগ্রহের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তার বাস্তবে কিছুই দৃশ্যমান মনে হয়না বলে মনে করছেন কেউ কেউ।

এদিকে একাধিক বিনিয়োগকারীর সাথে আলোচনা করে জানাগেছে, বাজার নিয়ে সাধারন বিনিয়োগকারীরা চরম হাতাশ। কেউ কেউ বলছে বাজারে তারা শুধু মূল্ধন হারাচ্ছে। কোন কিছু বুঝে উঠার আগেই সুচক এবং শেয়ার দর টানা পতনে ভেঙ্গে পড়েছে। অনেকে বলছেন কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামের কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৫ শতাংশ শেয়ার বিক্রির অর্থ বিনিয়োগের কথা থাকলেও সেটার কোন বাস্তবতা নেই। ফলে বাজারের প্রতি কোন আস্থা রাখতে পারছেন না সাধারন বিনিয়োগকারীরা।

রোববার ডিএসইতে ৩৭১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (গত বৃহস্পতিবার) চেয়ে ৫৩ কোটি ৩৮ লাখ টাকা কম।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে অধিকাংশরই, অর্থাৎ ২৪৭টির দাম কমেছে। বাকিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪টির, অপরিবর্তিত রয়েছে ২৮টির।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক প্রায় ৭০ পয়েন্ট কমে পাঁচ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে এক হাজার ২১০ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ২৩ দশমিক ২২ পয়েন্ট কমে এক হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টকে রোববার ১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩০ পয়েন্টে।

এখানে লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

জাকির/আজকের বাজার