আমেরিকার বাণিজ্য ঘাটতি বেড়েছে সাড়ে চার হাজার কোটি ডলার

মার্কিন সরকার জানিয়েছে, গত মার্চ মাসে আমেরিকার বাণিজ্য ঘাটতি বেড়েছে শতকরা ১০ ভাগ। এতে দেশটির মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে চার হাজার কোটি ডলারে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, দেশের আমদানি কমেছে শতকরা ৬.২ ভাগ যার অর্থ দাঁড়াচ্ছে করোনাভাইরাসের মহামারীর কারণে সারা বিশ্বে পণ্য লেনদেনের পরিমাণ দারুণভাবে কমেছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এক রিপোর্টে বলেছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারীর কারণে বহু কোম্পানি সীমিত পর্যায়ে লেনদেন করেছে সে কারণে আমদানি রপ্তানিতে সীমাবদ্ধতা ছিল।‌ এছাড়া, সীমান্তবাণিজ্যেও অনেকটা কড়াকড়ি ছিল। এক দশকের মধ্যে আমেরিকার বাণিজ্য ঘাটতির এটিই সবচেয়ে বড় নজির। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে- দেশটির অর্থনীতি মারাত্মকভাবে মন্দার মধ্যে পড়ে যাচ্ছে এবং এই অবস্থা থেকে খুব শিগগিরই তারা বের হয়ে আসতে পারবে না।

আজকের বাজার/আখনূর রহমান