আর্জেন্টিনায় বিষাক্ত কোকেইন পানে ১৭ জনের মৃত্যু

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি উপশহরে বিষাক্ত পদার্থ মিশ্রিত কোকেইন পানের পর কমপক্ষে ১৭ জনের মৃত্যু এবং আরো ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব কোকেইনে আফিম মেশানো ছিল। বুধবার কর্র্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
কর্মকর্তারা জানান, এসব কোকেইনে কি মেশানো ছিল তা জানতে তারা দ্রুততার সাথে কাজ করছে। এদিকে গত ২৪ ঘণ্টার বেশি সময়ের মধ্যে যারা এ কোকেইন কিনেছেন, তাদেরকে তা নষ্ট করে ফেলার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।
বুয়েন্স আয়ার্স প্রদেশের নিরাপত্তা প্রধান, সার্গিও বার্নি টেলিভিশন চ্যানেল তেলাফা’কে বলেন, কর্তৃপক্ষ এ বিষাক্ত কোকেইনের সরবরাহ বন্ধে তা চিহিৃত করার চেষ্টা করছে।
দারিদ্রপীড়িত ট্রেস ডি ফেব্রিরো এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। সেখানে তারা কোকেইন বিক্রি করেছিল বলে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগি পরিবারের সদস্যদের দেয়া বর্ণনা অনুযায়ী কোকেইনের একই ধরনের প্যাকেট ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এসব প্যাকেট পরীক্ষা-নিরীক্ষার করার জন্য রাজধানী বুয়েন্স আয়ার্স প্রদেশের লা প্লাতার একটি পরীক্ষাগারে নেয়া হয়েছে।