আয়ার‌ল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ডাবলিনে অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড দলের বেশিরভাগ অভিজ্ঞ ক্রিকেটার আইপিএলে ব্যস্ত। তা কিউই দলকে অনেকটা দুর্বলই বলা চলে। দলটিতে অভিজ্ঞ বলতে টম ল্যাথাম, রস টেলর, লুক রনকি ও মিচেল স্যান্টনার। এই দলই নিয়েই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

এর আগে গত শুক্রবার ১২ মে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ব্যাট হাতে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ১৫ ওভারের মধ্যে ৭০ রান সংগ্রহ করতেই হারিয়েছিল চারটি উইকেট। তবে পঞ্চম উইকেটে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুরে দাঁড়ান ওপেনার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। ৬৪ রান করেন তামিম। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৪৩ রান করে।

ইনিংসের ৩১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ যখন ১৫৭ রান তখন বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর ম্যাচের কোনো বল মাঠে গড়ায়নি।

এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা না থাকায় বাংলাদেশের অধিনায়কের ভূমিকা পালন করছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

আয়ারল্যান্ড স্কোয়াড : অ্যান্ডি ব্যালব্রিইনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এডমুন্ড জয়সে, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রাইন, উইলিয়াম পোর্টারফিল্ড, সিমি সিং, পল স্টারলিং, স্ট্রয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়ং।

নিউজিল্যান্ড স্কোয়াড : হামশি বেনেট, নিল ব্রুম, স্কট কুগলেজিন, টম ল্যাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলাস, জিতান প্যাটেল, সেঠ রেনস, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেইলর, নিল ওয়েগনার, জর্জ ওর্য়াকার।

আজকের বাজার: আরআর/ ১৪ মে ২০১৭