ইউক্রেন থেকে কূটনৈতিক স্টাফ সরিয়ে নেয়া শুরু করেছে রাশিয়া

রাশিয়া ইউক্রেন থেকে তাদের দেশের কূটনৈতিক স্টাফ সরিয়ে নেয়া শুরু করেছে। দেশের বাইরে সামরিক শক্তি ব্যবহারের ব্যাপারে রাশিয়ার আইন প্রনেতারা প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অনুমতি দেয়ার এক দিন পর এ কাজ শুরু করা হয়। কিয়েভে অবস্থিত দেশটির দূতাবাস এ কথা জানায়। খবর এএফপি’র।
ইউক্রেন থেকে রাশিয়ার কূটনৈতিক স্টাফদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাইলে দূতাবাসের মুখপাত্র ডেনিস গোলেনকো টেলিফোনে এএফপি’কে ‘হ্যাঁ’ বলেন। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে তারা ইউক্রেন থেকে তাদের কূটনৈতিকদের সরিয়ে নেয়া শুরু করেছে।