ইউক্রেন পরিস্থিতি নিয়ে আরব লীগের সাথে ল্যাভরভের বৈঠক

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ আরব লীগ প্রতিনিধি দলের সাথে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন।

প্রতিনিধি দলে রয়েছেন আরবলীগ মহাসচিব এবং আলজেরিয়া, মিশর, জর্ডান, ইরাক এবং সুদানের পররাষ্ট্র মন্ত্রী।

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি জানান, আরব লীগ সংস্থা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক সমঝোতার পথ সুগম করতে প্রস্তুত। প্রতিনিধি দলের মস্কো সফরের এটিই কারন।

রাশিয়া -ইউক্রেন যুদ্ধের কারনে আরবলীগ উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক সমস্যা এবং খাদ্য নিরাপত্তা ইস্যু এ উদ্বেগের মূল কারন।

আরব লীগভুক্ত দেশগুলো সাধারণত রাশিয়া ও ইউক্রেনের কাছ থেকে খাদ্য পন্য বিশেষ করে শস্য ক্রয় করে।

আরব লীগ মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেছেন, ইউক্রেন সংকটের প্রেক্ষিতে আরব দেশগুলোর উচিত নিজস্ব জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হওয়া।

একই সঙ্গে আরব লীগ কর্মকর্তা এবং সদস্য রাষ্ট্র সমূহের উচিত রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সাথে সম্পর্ক বজায় রাখা। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান