ইউক্রেন যুদ্ধে নিহত রুশ ন্যাশনাল গার্ডের সদস্যের পরিবার পাবে ৮০ হাজার ডলার

রাশিয়ার ন্যাশনাল গার্ডের যে সকল সদস্য ইউক্রেন ও সিরীয় যুদ্ধে নিহত হয়েছে তাদের পরিবারকে এককালীন ৫০ লাখ রুবেল (৮০ হাজার মার্কিন ডলার) দেয়া হবে।
সোমবার ক্রেমলিন থেকে এ বিষয়ে এক ডিক্রি জারি করা হয়।
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্বাক্ষরিত এই ডিক্রিতে বলা হয়, এছাড়া ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক ও লুগানস্কে বিশেষ সামরিক অভিযানে যে সকল সদস্য প্রাণ হারিয়েছে তাদের পরিবারকেও এ অর্থ দেয়া হবে।
পুতিন ২০১৬ সালে ন্যাশনাল গার্ড গঠন করেন। এ গার্ডের কাজ সন্ত্রাস মোকাবেলা এবং সরকারি আদেশ পালন দেখভাল করা। ন্যাশনাল গার্ড সরাসরি পুতিনের কাছেই রিপোর্ট প্রদান করে।
ইউক্রেন ও সিরিয়ার যুদ্ধে ঠিক কতোজন ন্যাশনাল গার্ডের সদস্য প্রাণ হারিয়েছে তার সঠিক তথ্য প্রকাশের বিষয়ে রাশিয়া মুখ বন্ধ রেখেছে।
গত ২৫ মার্চ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে তাদের এক হাজার ৩৫১ সৈন্য মারা গেছে। যদিও পশ্চিমা কর্মকর্তারা বলছেন, এ সংখ্যা আরো অনেক বেশি।
চলতি বছর ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে হামলা শুরু করে যা এখনও চলছে। এদিকে ২০১৫ সালে পুতিন সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে সহায়তা দিতে সেখানে রুশ সৈন্য পাঠান।