ইউনাইটেড হাসপাতালে খালেদার চিকিৎসা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

অসুস্থ খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কানদার। বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যয়ভার দল থেকে বহন করা হবে বলে উল্লেখ্য করা হয়।

মঙ্গলবার (১২ জুন) শামীম ইস্কানদারের পক্ষে তিন সদস্যর একটি প্রতিনিধি দল সচিবালয়ে এসে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

আবেদনে শামীম ইস্কানদার বলেছেন, আমার বড় বোন নাজিমউদ্দীন রোডের কারাগারে বন্দি রয়েছেন। তিনি বিভিন্ন অসুখে ভুগছেন। কিন্তু কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। ফলে দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। খালেদা জিয়ার চার বিশেষজ্ঞ চিকিৎসক কারাগারে স্বাস্থ্য-পরীক্ষা করে জানিয়েছেন, তার মাইল্ড স্ট্রোক হয়েছিল। এ ধরনের বিষয় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির পূর্বাভাস বহন করছে।

আজ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনার কথা থাকলে তিনি রাজি না হওয়া আনতে পারেনি কতৃপক্ষ।

আরজেড/