ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনরায় গণনার আবেদন

ইকুয়েডরের নির্বাচন সংক্রান্ত একটি আদালত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট ফের গণনার আবেদন রোববার খারিজ করে দিয়েছেন। দেশটির নেতা ইয়াকু পেরেজ আদালতে এমন আবেদন করেছিলেন। তিনি দেশটির আসন্ন দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সামান্য ভোটের জন্য বাদ পড়েন। খবর এএফপি’র।
এ নির্বাচনের আয়োজক কমিটি জাতীয় নির্বাচন পরিষদ (সিএনসি) জানায়, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইকুয়েডরের প্রথম দফার নির্বাচনে বামপন্থী অর্থনীতিবিদ আন্দ্রেস আরাউজ ও সাবেক ডানপন্থী ব্যাংকার গুইলার্মো লাসো জয়লাভ করেন।
মাত্র ৩২ হাজার ৬শ’ ভোটের জন্য দ্বিতীয় দফার ভোটে অংশ নেয়া থেকে বাদ পড়া পেরেজ আদালতের কাছে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন এবং ভোট পুন:গণনার দাবি জানান। আগামী ৭ এপ্রিল ইকুয়েডরে দ্বিতীয় দফা ভোট হওয়ার কথা রয়েছে।
কিন্তু নির্বাচনী আদালত জানায়, তারা এ আবেদন খারিজ করে দিয়েছে এবং জাতীয় নির্বাচন পরিষদের দেয়া প্রস্তাবের বিষয় অনুমোদন করেছে।
পেরেজ এমন সিদ্ধান্তকে গণতন্ত্রের জন্য একটি ধাক্কা হিসেবে অভিহিত করে টুইটার বার্তায় বলেন, তিনি স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাবেন।