ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

ইকুয়েডরে রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। প্রায় এক কোটি ৩০ লাখ ভোটার তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করার লক্ষ্যে ভোট দিচ্ছে।
মতামত জরিপে দেখা গেছে ১৬ জন প্রার্থীর মধ্যে বামপন্থী অর্থনীতিবিদ এন্ড্রুজ আরাউজ ও রক্ষণশীল গুইলারমো লাসো মূল প্রতিদ্ব›িন্দ্বতায় রয়েছেন। উভয়ে জয়ের আশা ব্যক্ত করেছেন।
দেশটিতে দ্বিতীয় দফার কোভিড সংক্রমণ চলছে। করোনায় এ পর্যন্ত প্রায় ১৫ হাজার লোক মারা গেছে। তবু নির্বাচন বাতিলের কোন সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
জরিপে দেখা গেছে অনেক ভোটারই সংক্রমণের ভয়ে ভোটকেন্দ্রে যাবেন না।
এদিকে দ্বিতীয় দফার ভোট আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট লেনিন মরেনোর জনপ্রিয়তা সর্বকালের সর্বনি¤œ অবস্থান ৭ পয়েন্টে নেমে এসেছে।