ইতালিতে অফিস স্পেস কিনবে এফএসআইবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ৯০.৩০ বর্গমিটারের ফ্লোর স্পেস কিনবে। ইতালিতে ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ শাখার জন্য এই স্পেস কেনা হবে।

কোম্পানির পরিচালনা বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে পাওয়া তথ্য জানা গেছে, ইতালির রোম শহরে ‘ভায়া প্রিন্সিপি আমেদিও’ ভবনের নিচ তলায় এই স্পেস কেনা হবে। এর মধ্যে ৫৬ বর্গ মিটার হবে গ্রাউন্ড ফ্লোরে এবং ৩৪.৩০ বর্গ মিটার হবে বেজমেন্টে।

এই জায়গা কিনতে খরচ হবে ৩ লাখ ৬০ হাজার ইউরো। তবে রেজিস্ট্রেশন ফি, ভ্যাট ও ট্যাক্স এবং অন্যান্য খরচ এর বাইরে।

এই জমি কেনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পরেই কেবল জমি কিনতে পারবে তালিকাভুক্ত কোম্পানিটি।

আজকের বাজার:এলকে/এলকে/৯ মে,২০১৭