ইনজুরির কারণে বার্সেলোনা থেকে ছিটকে পড়লেন পেড্রি ও জোর্দি আলবা

ইনজুরির কারণে ছিটকে গেলেন বার্সেলোনার পেড্রি ও জোর্দি আলবা। কাতালান জায়ান্ট ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার সকালে স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে পেড্রির বাম উরু ক্ষতিগ্রস্থ হয়েছে এবং আলবা ডান থাইয়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। সুস্থতার ওপর তাদের দলে ফেরা নির্ভর করছে বলে বার্সা সূত্র ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয় বার্সেলোনা। ঐ ম্যাচে আলবা ৭৪ মিনিটে মাঠত্যাগ করলেও পেড্রি অবশ্য পুরো ম্যাচই খেলেছেন।

গত মৌসুমে সব মিলিয়ে ৫৬টি ম্যাচ খেলেছিলেন ১৮ বছর বয়সী পেড্রি। এরপর ইউরো ২০২০ ও টোকিও অলিম্পিকে স্পেনকে প্রতিনিধিত্ব করেন। সোমবার গ্রানাডার বিপক্ষে লা লিগার হোম ম্যাচে এই দুজনই অনুপস্থিত থাকবেন। কাডিজ ও লেভান্তের বিপক্ষে তাদের খেলা নিয়েও শঙ্কা রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে বার্সেলোনা বেনফিকার মুখোমুখি হবে। তিনদিন পর লা লিগায় এ্যাথলেটিকো মাদ্রিদের মোকাবেলা করবে কাতালান জায়ান্টরা। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান