ইনডেক্স এগ্রো লিমিটেডের আইপিও অনুমোদন

সদ্য কাট-অপ প্রাইজ নির্ধারণ হওয়া ইনডেক্স এগ্রো লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আজ কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্র মতে, কোম্পানিটি বাজার থেকে ৫০ কোটি টাকা তুলবে। এর জন্য বাজার ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯ টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু করবে। এর জন্য মধ্যে ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫ টি সাধারণ শেয়ার নিজ নিজ বিডিং মূল্যে উপযুক্ত বিনিয়ােগকারীরা পাবে। কোম্পানির শেয়ারের প্রান্ত সীমা (কাট অফ প্রাইজ) মূল্য ৬২ টাকায় নির্ধারিত হয়। বাকী ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪ টি সাধারণ শেয়ার ৫০ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ২০% বাট্টায়) সাধারণ বিনিয়ােগকারীর (অনিবাসী বিনিয়ােগকারীসহ) নিকট ইস্যু করা হবে।

কোম্পানিটির ৩০শে জুন, ২০১৯ সালের সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ নীট সম্পদ মূল্য (এনএভি) ৪৫ টাকা ৩ পয়সা টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নীট সম্পদ মূল্য ৪৪ টাকা ৬ পয়সা। বিগত ৫ বছরের অর্থ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৭ টাকা ৭ পয়সা।

এর আগে গত ১ নভেম্বর থেকে বিডিং শুরু হয়ে চলে ৪ নভেম্বর পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৯তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।