ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসছেন ২৭ জানুয়ারি

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা স্বচক্ষে দেখতে আগামী ২৭ জানুয়ারি দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার ৪ জানুয়ারি বিকেলে এ তথ্য জানান।
এর আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা আসেন।
পৌনে ১২ ঘণ্টার ওই সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাননি ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী। তবে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করতেই ঢাকা এসেছিলেন তিনি। ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা এসেছিলেন মায়ানমার হয়ে।

বাংলাদেশ সফরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিনে দেখার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়।

আজকের বাজার: ওএফ/ ৪ জানুয়ারি ২০১৮