ইভিএম নিয়ে অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রযুক্তি নিয়ে যদি নির্বাচন কর্মকর্তারা অভিযোগ করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে শনিবার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইভিএম প্রযুক্তি বিষয়ে সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে নূরুল হুদা বলেন, ‘বদিউল আলম মজুমদার ইভিএম প্রযুক্তি সম্পর্কে মন্তব্য করার মতো উপযুক্ত ব্যক্তি নন। যদি নির্বাচন কর্মকর্তারা এ ইভিএম বিষয়ে অভিযোগ করেন তাহলে তা খতিয়ে দেখা হবে।’

সিইসি জানান, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। সেই সাথে তিনি আশা প্রকাশ করেন যে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার পাশাপাশি এগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হবে।

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম পাওয়া নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন, আমরা সেই পরিবেশ সৃষ্টি করি।’

ব্যক্তিগত সফরে ২৬ ডিসেম্বর পটুয়াখালীর বাউফলে যান সিইসি। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তিনি শনিবার বরিশালে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের নানা দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।খবর ইউএনবি

আজকের বাজার/লুৎফর রহমান