ইসরাইল ও তুরস্ক নেতৃবৃন্দের সাক্ষাৎ জাতিসংঘে

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান সাক্ষাৎ করবেন।
দ’ুদেশের সম্পর্কে বরফ গলতে শুরু করার প্রেক্ষিতে উভয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
ল্যাপিডের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি সোমবার রাতে নিউইয়র্ক যাবেন। বৃহস্পতিবার তার সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে।
এরদোগানের সাথে সাক্ষাতটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে এক সূত্রে বলা হয়েছে।
গত কয়েক বছর ধরে ইসরাইল ও তুরস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। গতমাসে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ পুনরুদ্ধারের ঘোষণা দেয়।
গাজায় ২০০৮ সালে ইসরাইলের সামরিক অভিযান শুরুকে কেন্দ্র করে আঙ্কারা ও তেলআবিবের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে।