ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের চিরবৈরি দুই দেশ ইসরায়েল ও ইরানের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, ছোট খাটো হামলা পাল্টা হামলা নিত্য ঘটনা।

তবে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে এবার হামলার পরিকল্পনা করছে অঞ্চলটির ইসলামি প্রজাতন্ত্র ইরান। রবিবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে দখলদার রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

এ দিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সীমান্তে অবস্থিত নিজেদের সেনা ঘাঁটিতে রবিবার এক ঐতিহাসিক সফরে যান তিনি। মূলত সেখানেই নেতানিয়াহু বলেছেন, ‘ইরানি হামলা প্রতিহতে যা কিছু সম্ভব আমরা সবই করব। কেননা আমরা সংঘাত মোকাবিলায় সব সময়ই প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশ এবং ইসরায়েলি জনগণের বিরুদ্ধে ইরানের আগ্রাসন চলছেই। যা শক্ত হাতে দমন করতে হবে।’

আজকের বাজার/লুৎফর রহমান