ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবসের ৪৭তম বার্ষিকী উপযাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এ উপলক্ষ্যে গতকাল ১৬ ডিসেম্বর রোববার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটির সেমিনার কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সম্মানিত অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

দুটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় অংশ নিয়ে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করে জীবন গঠনের আহ্বান জানান অধ্যাপক আরেফিন সিদ্দিক। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।