উপকূলীয় জেলাসমূহে ৫৬ হাজার স্বেচ্ছাসেবক দুর্গতদের সহায়তা দিচ্ছে

উপকূলীয় জেলাসমূহে ৫৬ হাজার স্বেচ্ছাসেবক দুর্গতদের সহায়তা প্রদান করছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেস্পন্স কর্ডিনেশন সেন্টারের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) মাধ্যমে এসব স্বেচ্ছাসেবক উপকূলীয় জেলাসমূহে কাজ করছে।
এদিকে আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সাতক্ষীরা, খুলনা বাগেরহাটসহ উপকূলীয় ১৪টি জেলায় কাঁচা-পাকা ঘরবাড়ি, স্কুল, ফসল, গাছপালা, বেড়িবাঁধ, সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৮ ও ৯ নভেম্বর উপকূলীয় জেলাসমূহে মোট ৪৩০০ মেট্রিক টন চাল, ১ কোটি ৮৫ লাখ টাকা নগদ সহায়তা, ১৪ হাজার প্যাকেট শুকনো খাবার, ৯ লাখ টাকার শিশু খাদ্য ও ৯ লাখ টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।