উ.কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে

উত্তর কোরিয়া দুইটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে এটি হচ্ছে চলতি মাসে পরমাণুৃ ক্ষমতাধর এ দেশের চতুর্থ অস্ত্র পরীক্ষা। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থবির হয়ে পড়ায় পিয়ংইয়ং সামরিক শক্তি আধুনিকায়নের ওপর নজর দিয়েছে। ফলে নতুন নিষেধাজ্ঞার জবাবে এ মাসে তারা দুইটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের এবং শুক্রবার ট্রেন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
সোমবার সিউলের যৌথ চিফ অব স্টাফ বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ‘পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে পূর্বদিকে দুইটি সন্দেহজনক স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া’ সনাক্ত করেছে।
এক মুখপাত্র এএফপি’কে বলেন, জাপানের কোস্টগার্ডও ‘একটি সম্ভাব্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রেও উৎক্ষেপণ সনাক্ত করেছে।’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত মাসে ক্ষমতাসিন দলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তারা জানায়, তারা গত ৫ জানুয়ারি ও ১১ জানুয়ারি সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কিম সরাসরি দেখভাল করেন।
এসব ক্ষেপনাস্ত্রের পরীক্ষার জবাবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যালান্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে যুক্ত দেশটির পাঁচ নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।