এমপিওভুক্তির বিষয়ে শিগগির সুসংবাদ: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে শিগগির সুসংবাদ দিতে পারবেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে কৌশলগত কারণে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সব চেষ্টা করে যাচ্ছে। তবে এমপিওভুক্তির বিষয়টি নির্ভর করে অর্থের ওপর। অর্থ মন্ত্রণালয় না চাইলে এটি করা যায় না। তাছাড়া একবার এমপিওভুক্ত করা হলে টাকা সংস্থানের উৎস স্থায়ী করতে হয়।

নুরুল ইসলাম নাহিদ বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি এমপিওভুক্তির বিষয়ে মত দিয়েছেন। প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। এমপিওভুক্তির বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক তার সিদ্ধান্ত প্রস্তাবে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রস্তাবে করেন। এতে আরও ১০ জন সংসদ সদস্য সংশোধনী দেন।

আজকের বাজার : এসএস/ এসএস ১১ জানুয়ারি ২০১৮