এসিআই’র ৩ কোম্পানির এমডি হলেন আনসারী

এসিআই এগ্রি বিজেনসের নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারীকে এসিআই গ্রুপের ৩ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার ৩ মে, গ্রুপের তিন কোম্পানি এসিআই মটরস লিমিটেড, এসিআই এগ্রো লিংক লিমিটেড এবং প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়।

এগ্রি বিজনেসের নেতৃস্থানীয় ব্যাক্তিত্ব ড. এফ এইচ আনসারী ৩৫ বছর ধরে এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট। পেশাদার জীবনে তিনি বেশ কিছু দেশীয় ও বহুজাতিক কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা পদে কাজ করেছেন। ১৯৮১ সালে বহুজাতিক কোম্পানি সিবা-গ্যাইগি এখন সিনজেন্টা’তে তিনি পেশাজীবন শুরু করেন।

বায়োলজিক্যাল সায়েন্স এন্ড জুয়োলজিতে স্নাতকোত্তর আর এনভায়রনমেন্ট সায়েন্স-ইকোলজিতে পিএইচডি ডিগ্রিধারী ড. আনসারী বরাবরই সরাসরি মানুষের কাজে লাগে এমন ব্যবসায় আগ্রহ দেখিয়েছেন। সমাজের উন্নয়ন হয় এমন ব্যবসা করার লক্ষ্য নিয়ে তিনি এসিআইতে যোগ দেন। বাংলাদেশে এগ্রিবিজনেসের নতুন মডেল তিনিই তৈরি করেছেন এবং “কৃষকদের জন্য সম্পদ তৈরি”র লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বীজ, সার, ক্রপ কেয়ার, ফার্ম মেকানাইজেশন, এনিমেল হেলথ এবং সমন্বিত পোল্ট্রিসহ এগ্রি বিজনেসের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। ড. আনসারী বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন।গত ২২ বছর ধরে এসিআই গ্রুপের শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করছেন ড. এফ এইচ আনসারী।

আজকের বাজার: ডিএইচ/আরআর/ ০৩ মে ২০১৭