ওয়েবসাইটের সমস্যায় দুঃখ প্রকাশ করেছে ডিএসই

বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর আইসিটি বিভাগ ডিএসই’র ওয়েবসাইটে উন্নত সংস্করণ চালু করেছে। উন্নত সংস্করণ চালু করতে গিয়ে গত ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে সাময়িক সমস্যা হয়েছিল। অনাকাংখিত সাময়িক এ সমস্যার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ২৩ আগস্ট লেনদেনের শুরু থেকেই আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধান করা হয়েছে৷ বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসই’র ওয়েবসাইট ব্রাউজ করতে যদি কোন অসুবিধা হয় বা পেজ লোডিং এ যদি কোন সমস্যা হয় বা সময় নেয় তবে ব্রাউসারের ক্যাশ/হিস্ট্রি ক্লিয়ার করলে এ সমস্যার সমাধান হবে৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএসই’র ওয়েব ব্যানারে ক্লিক করলে জানা যাবে৷