ওয়েস্ট ইন্ডিজ টেস্টে দাপুটে আমির

Pakistan's bowler Mohammad Amir touches his forehead on the field in celebration after bowling out West Indies' batsman Alzarri Joseph on day two of the first Test match between West Indies and Pakistan at the Sabina Park in Kingston, Jamaica, on April 22, 2017. / AFP PHOTO / Jewel SAMAD (Photo credit should read JEWEL SAMAD/AFP/Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিপে টেস্টে দাপুটে বল করে চলেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। দুই দিনে তুলে নিয়েছেন ৫ উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থতম ৫ উইকেট অর্জন। তবে আমির ঝড়ের পরেও প্রতিরোধ গড়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা তুলেছে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান।

দ্বিতীয় দিনের শেষে এসে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার দলের হাল ধরে আছেন। প্রতিরোধের গড়ে তুলেছেন তিনি। অপরাজিত রয়েছেন ৫৫ রানে। ৬৯ বলে ৭টি চার ও দুটি ছক্কায় এই রান করেন স্বাগতিক দলনেতা। দিন শেষে ক্যারিবীয় দলের হয়ে অপর অপরাজিত ব্যাটসম্যান শ্যানন গ্যাব্রেইল (৪)।

এদিকে ৭ উইকটে ২৪৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দেবেন্দ্র বিশু তার ইনিংসটাকে বেশি লম্বা করতে পারেননি। ২৮ রানেই থেমে যান। মোহাম্মদ আমিরের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিশু। আলজারি জোসেফকে রানের খাতাই খুলতে দেননি আমির। এই শিকারের মাধ্যমে পাঁচ উইকেটের পূর্ণ হয় পাকিস্তানি পেসারের। বৃষ্টির কবলে পড়ায় দ্বিতীয় দিনের পুরো ওভার মাঠে গড়ায়নি।

এর আগে রোস্টন চেইজ করেছেন ৬৩ রান। শেন ডাউরিচের ব্যাট থেকে এসেছে ৫৬ রান। কাইরন পাওয়েল করেন ৩৩ রান। অভিষিক্ত সিমরন হেটমেয়ার আউট হয়েছেন ১১ রান করতেই। শাই হোপের আশা শেষ হয়ে যায় ২ রানে।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আমির। ২৪.৩ ওভারে ১১টি মেডেনসহ ৪১ রান দিয়ে ৫ উইকেট পকেটে পুরেছেন। এর আগে টেস্টে প্রথম ২০০৯ সালের ২৬ ডিসেম্বর অষ্ট্রেলিয়ার বিপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৭৯ রানের বিনিময়ে তুলে নেন পাঁচ উইকেট। এরপর ২০১০ সালের ১৮ ও ২৬ আগস্ট কেনিংটনে এবং লর্ডসে ইংল্যান্ডের বিপে দুই টেস্টে পাঁচটি করে উইকেট তুলে নেন তিনি।

এছাড়া ইয়াসির শাহর দখলে যায় দুই উইকেট। ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আব্বাস নিয়েছেন একটি করে উইকেট।

আজকেরবাজার: আরআর/২৩.০৪.২০১৭