কঠোর লকডাউন ও নিষেধাজ্ঞা শেষে অবারিত জীবনের স্বাদ পাচ্ছে নিউইয়র্কবাসী

নিউইয়র্কবাসী ১৪ মাসের কঠোর লকডাউন ও নিষেধাজ্ঞা শেষে অবারিত জীবনের স্বাদ পাচ্ছে। কারণ এ অঙ্গরাজ্যের অধিকাংশ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
বুধবার থেকে বার ও রেস্টুরেন্টের ওপর জারি থাকা নিষেধাজ্ঞাও আর বহাল নেই।
এর ফলে অনেকটাই প্রাণ ফিরে পেয়েছে নিউইয়র্কবাসী। তবে এর মধ্যে অনেকে কোভিড পূর্ববর্তী সামাজিক জীবনে ফিরতে এখনও কিছুটা দ্বিধান্বিত রয়েছে।
ইয়াসিনা হীরা (৩৩) তার কন্যার প্রথম জন্মদিনের আয়োজন করেছেন। করোনার কারনে কোন পার্টি কিংবা বেবি শাওয়ারেরও আয়োজন তিনি করেননি। কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সেন্ট্রাল পার্কে তিনি নৈশ ভোজের আয়োজন করেন। সেখানে তিনি ২০ জনের মতো বন্ধু ও স্বজনদের দাওয়াত দেন। এদের সকলেই টিকা গ্রহণকারী।
তবে এখনও অনেকেই তাদের বাড়িতে কোন মেহমানকে আমন্ত্রণ জানাচ্ছেন না। যদি কেউ খুব কাছের এবং সে টিকা নিয়েছে বলে নিশ্চিত হওয়া যায় তবেই তাকে হয়তো আমন্ত্রণ জানানো হচ্ছে।
ম্যারি মেথেস নামের ৫৮ বছর বয়সী এক নারী বলছেন, আমি জানিনা খুব শিগগীরই আমরা আগের সেই নিশ্চিত জীবনে ফিরতে পারবো কিনা।
এদিকে নিউইয়র্কে এতোদিনের স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্যও গত সপ্তাহ থেকে সচল হতে শুরু করেছে।
নিউইয়র্কে ৬০ শতাংশ প্রাপ্ত বয়স্ক লোক অন্তত টিকার একটি ডোজ নেয়া সত্ত্বেও তারা মাস্ক ব্যাবহার অব্যাহত রেখেছে। যদিও এপ্রিলের শেষে মাস্ক ব্যবহারের বাধ্য বাধকতা তুলে নেয়া হয়েছে।