করোনাকে অকেজো করে দিতে পারে মাউথওয়াশ!

মাউথওয়াশ বা ওরাল অ্যান্টিসেপটিক ব্যবহার করার পর দেহে ভাইরাস লোড কমিয়ে দেয়। তাই মাউথওয়াশ কিংবা ওরাল অ্যান্টিসেপটিক ভয়ঙ্কর করোনাভাইরাসকে ঠেকিয়ে দিতে পারে। এমনটাই বলছে সাম্প্রতিক এক গবেষণা।

করোনাভাইরাসের ওপরে মাউথওয়াশের প্রভাব নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অব মেডিসিন।

গবেষকদের দাবি, মাউথওয়াশ বা ওরাল অ্য়ান্টিসেপটিক করোনাভাইরাসকে অকেজো করে দিতে পারে। দেখা গেছে মাউথওয়াশ বা ওরাল অ্যান্টিসেপটিক ব্যবহার করার পর দেহে ভাইরাস লোড কমিয়ে দেয়।

ওই গবেষণায় নেতৃত্বে ছিলেন কলেজের বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ও ইমিউনোলজিস্ট ক্রেগ মায়ার্স।

গবেষণায় দেখা গেছে যে মাউথওয়াশ বা ওরাল অ্যান্টিসেপটিকের করোনাভাইরাসকে নিস্ক্রিয় করে দেয়ার ক্ষমতা রয়েছে। ফলে ধীরে ধীরে তা দেহের ভাইরাস লোডও কমাতে পারে।

গবেষক মায়ার্স বলেছেন, করোনা টিকার জন্য আমরা এখন অপেক্ষা করছি। এই অবস্থায় সংক্রমণ ঠেকানো এখন বেশি জরুরি। মাউথওয়াশ কিংবা ওরাল অ্যান্টিসেপটিক অনেকের বাড়িতেই থাকে। ফলে তা ব্যবহার করা অনেক সহজ।