করোনার টিকা শেষ হওয়ার অভিযোগে হাসপাতাল কর্মচারীকে মারধরের মামলা

নেত্রকোণায় করোনাভাইরাসের টিকা শেষ হয়েছে বলায় হাসপাতালের কর্মচারীকে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা হওয়ায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কেন্দ্রে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে পুলিশ। মারধরের অভিযোগে আটক নুরুল আমিন (৩২) উপজেলার মোবারকপুর গ্রামের গিয়াস উদ্দিন আহমেদের ছেলে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, হাসপাতালে সকাল থেকে করোনাভাইরাসের টিকা প্রদানের কাজ চলছিল। দুপুরে টিকা নিতে আসা মানুষদের টিকা শেষ হয়ে যাওয়ার কথা জানান হাসপাতালের স্টোর কিপার জুয়েল। এ সময় নুরুল আমিন স্টোর কিপার মো. মির্জা আতাউর রহমান জুয়েলকে মারধর শুরু করেন।

খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযুক্ত নুরুল আমিনকে আটক করে। মারধরের শিকার হাসপাতালের ষ্টোরকিপার মির্জা আতাউর রহমান জুয়েল বাদী হয়ে সরকারি কাজে বাঁধাদানসহ মারধরের অভিযোগ এনে আটপাড়া থানায় মামলা করেছেন। বুধবার আটককৃত নুরুল আমিনকে নেত্রকোণা বিচারিক আদারতে সোপর্দ করা হবে বলে ওসি জানান। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান