করোনায় ফরিদপুরে আরও ২ মৃত্যু

কয়েকদিন আগে মৃতের হার শূন্যে নামার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরে আবারও দুজন প্রাণ হারিয়েছেন। এছাড়া করোনা উপসর্গে মারা গেছেন আরও একজন।

সোমবার জেলা স্বাস্থ্য বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, এখন পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৬ জনে। জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলের করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছিল। উপসর্গে মারা গেছেন আরও একজন।

একই সময়ে পিসিআর ল্যাবে ২৬০ নমুনা পরীক্ষার মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৬১ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৮৪ শতাংশ। গত এক সপ্তাহ ধরে এই হার ২০ শতাংশের নিচে ছিল। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি ঠিকভাবে না মানলে শনাক্ত ও মৃতের হার আবার বাড়তে পারে।

জেলা সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বাড়ায় সংক্রমণ কমতে শুরু করেছিল। কিন্তু মানুষ আবার স্বাভাবিক চলাফেরা শুরু করায় শনাক্তের হার আবার বাড়ছে।’ তিনি বলেন, ‘কোনোভাবেই স্বাস্থ্যবিধি অমান্য করা চলবে না।‘

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, ‘এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন ১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন। এছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন আরও ১১ রোগী।‘ খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান