করোনায় মৃত্যু: ইতালিতে ২৩ হাজার, স্পেনে ২০ হাজার, ফ্রান্সে ১৯ হাজার ছাড়াল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুর মিছিল আরও দীর্ঘতর হচ্ছে।

ইউরোপে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলোর সর্বশেষ অবস্থা:

রোম: ইউরোপে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থার ইতালির। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮২ জন মারা গেছে। এতে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭, যা ইউরোপে সর্বোচ্চ। ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের নতুন পরিসংখ্যানে দেখা গেছে, সক্রিয় সংক্রমণ, প্রাণহানি ও আরোগ্য লাভসহ মোট নিশ্চিত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯২৫। গত ২১ ফেব্রুয়ারি উত্তর লোমবার্ডি অঞ্চলে মহামারিটি প্রথম ছড়িয়ে পড়ার পরে মোট ৪৪ হাজার ৯২৭ জন সুস্থ হয়েছেন।

মাদ্রিদ: স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের নতুন পরিসংখ্যানে দেখা গেছে, স্পেনে করোনাভাইরাসে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং ১ লাখ ৯০ হাজারের বেশি নিশ্চিত আক্রান্ত হয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ মে পর্যন্ত বর্তমান ‘স্টেট অব অ্যালাম’ অবস্থা আরও ১৫ দিন বাড়ানোর জন্য তিনি স্প্যানিশ সংসদকে বলবেন।

লন্ডন: স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগ শনিবার জানিয়েছে, কোভিড-১৯ আক্রান্ত আরও ৮৮৮ জন শুক্রবার বিকালে ব্রিটেনের হাসপাতালে মারা গেছেন। এতে করোনাভাইরাসজনিত মোট মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৪৬৪ জনে পৌঁছেছে। শনিবার সকাল পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ২১৭ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে।

প্যারিস: শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩২৩। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার