করোনায় ১৩ দেশে প্রাণ হারিয়েছেন ৩০২ বাংলাদেশি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ১৭৯ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অবশ্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশে গতকাল নতুন করে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে ৩০২ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৭৯ জন, যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন। এ ছাড়া সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।