কাজে যোগদানের আগে নিউইয়র্কের সব লোকের করোনাভাইরাস পরীক্ষা করা প্রয়োজন: গভর্নর

নিউইয়র্কের গভর্নর অ্যানড্রিউ কোমো শুক্রবার বলেছেন, রাজ্যটি ফের খুলে দেয়ার আগে এখানকার লাখ লাখ লোকের অবশ্যই করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। এদিকে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার মন্থর গতি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। কোমো বলেন, গত মাসে এ সংকট শুরু হওয়ার পর থেকে তাদের আইসিইউতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে এসেছে। তবে তিনি নগরীর বাসিন্দাদের ফের কাজে যোগদানের আগে করোনাভাইরাস পরীক্ষার গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। কোমো সাংবাদিকদের বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষায় আমাদের উচ্চ ক্ষমতা এবং কর্মদক্ষতাসম্পন্ন লোকবলের সুবিধা থাকলেও এটি বর্তমানের চাহিদার তুলনায় যথেষ্ট নয়।’ তিনি আরো বলেন, আপনারা কার্যকরিভাবে এবং দ্রুত নগরটি ফের খুলে দিতে চাইলে এটি যথেষ্ট নয়। সুতরাং ব্যাপকহারে করোনাভাইরাস পরীক্ষা চালানোর ক্ষেত্রে আমাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নিউইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তি কেন্দ্র।

রাজ্যটিতে প্রায় ১ লাখ ৬০ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত। এ সংখ্যা ইউরোপের সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত দেশ স্পেন ও ইতালিসহ যুক্তরাষ্ট্রের বাইরের যেকোন দেশের চেয়ে অনেক বেশি। কোমো সাংবাদিকদের বলেন, গত ২৪ ঘন্টায় নিউইয়র্কে মোট ৭৭৭ জনের মৃত্যূ হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৪৪ জনে দাঁড়ালো। আর এ সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট মৃত্যু সংখ্যার প্রায় অর্ধেক। কোমো বলেন, এখানে অর্থনৈতিক কার্যক্রম ফের শুরু করার সময় দ্বিতীয় ধাপের আক্রান্ত হওয়া বন্ধে এ পরীক্ষা আরো জোরদার করা প্রয়োজন। তিনি এমন পরিস্থিতিতে করোনাভাইরাস পরীক্ষা কিট ব্যাপকহারে উৎপাদনে বেসরকারি কোম্পানিগুলোকে বাধ্য করতে ডিফেন্স প্রডাকশন এ্যাক্টকে কাজে লাগাতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। কোমো জানান, গত তিন দিন হাসপাতালে ভর্তির গড় হার কমে গেছে এবং সংকট শুরুর প্রথমদিকে আইসিইউতে রোগীর যে চাপ ছিল তাও এখন অনেকটা হ্রাস পেয়েছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান