কানাডায় সকল সরকারি কর্মচারির জন্য টিকা বাধ্যতামূলক

FILE PHOTO: A healthcare worker from Humber River hospital's mobile vaccination team administers the Moderna COVID-19 vaccine at The Church of Pentecost Canada in Toronto, Ontario, Canada May 4, 2021. REUTERS/Carlos Osorio/File Photo

কানাডায় সকল ফেডারেল কর্মী এবং বেশিরভাগ বানিজ্যিক রেল, বিমান ও জাহাজের যাত্রীদের করোনার টিকা নিতে হবে।
কানাডিয়ান সরকারের এক ঘোষণায় শুক্রবার এ কথা বলা হয়েছে।
করোনার ডেল্টা ধরণের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কানাডিয়ান সরকার এ ঘোষণা দিয়েছে।
দেশটির ফেডারেল ব্যুরোক্রেসির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাংক বলেছেন, আমরা জানি মহামারির অবসান ঘটানোর সবচেয়ে ভালো উপায় টিকা নেয়া।
তিনি বলেন, আমরা আশা করি সরকারি সকল কর্মী প্রয়োজনীয় এই বাধ্যতামূলক নীতি মেনে চলতে চাইবে।
প্রায় তিন লাখ সরকারি কর্মীর জন্য টিকা নেয়ার নির্দিষ্ট সময়সীমা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে।
এক সংবাদ সম্মেলনে লি ব্ল্যাংক আরো জানান, টিকা নেয়ার বাধ্যতামূলক নীতি পরিবহন খাতে অক্টোবরের শেষ নাগাদ চালু করা হবে।
এতে বাণিজ্যিক বিমানের সকল যাত্রী, প্রদেশের মধ্যে চলাচলকারী সকল রেল ভ্রমণকারী এবং ক্রুজ শিপের মতো বড়ো বড়ো জাহাজের যাত্রীরা অন্তর্ভূক্ত থাকবে।
কানাডায় শুক্রবার পর্যন্ত তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে ৭১ শতাংশ টিকার অন্তত  একটি ডোজ নিয়েছে। দুটি ডোজ নিয়েছে প্রায় ৬২ শতাংশ লোক।