কান্দাহার বিমান বন্দরে রকেট হামলা

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমান বন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে।
একজন কর্মকর্তা রোববার এ কথা জানান।
বিমানবন্দর প্রধান মাসুদ পশতুন বলেন, গত রাতে বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এর দ’ুটি রানওয়েতে আঘাত হানে। এ কারণে সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে।
রানওয়ে মেরামতের কাজ চলছে। রোববার দিনের শেষে বিমানবন্দর সচল হবে বলে তিনি আশা করছেন।
কাবুলে বেসামরিক বিমান কর্তৃপক্ষের একজন কর্মকর্তাও এ হামলার কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কান্দাহারের উপকন্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে।
সরকারি বাহিনীর লজিস্টিক সার্পোটের জন্য কান্দাহারের বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ।
ইতোমধ্যে তালেবানের হেরাত এবং লস্কর ঘা’র নিয়ন্ত্রণ নেয়ার প্রেক্ষাপটে বিমান বন্দরে এ হামলা চালানো হলো।