কিশোরগঞ্জে ৪১ চিকিৎসকসহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪২

কিশোরগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা তিন অঙ্ক ছাড়িয়েছে। জেলায় নতুন করে ৬৭ জনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলায় নতুন করে ৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চিকিৎসক ৪১ জন, নার্স ১০ জন, অন্যান্য স্বাস্থকর্মী ৪২ জন। স্বাস্থ্যবিভাগের মোট ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

মোট শনাক্ত হওয়া ১৪১ জনের মধ্যে এক শিশুসহ দুজন মারা যাওয়া ব্যক্তি রয়েছেন। এর মধ্যে একজন করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬) এবং অপরজন হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান।

গত ৬ এপ্রিল মারা যাওয়া করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া ছিলেন জেলার প্রথম করোনা আক্রান্ত। মারা যাওয়া ওই ব্যক্তি গত ৯ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর জেলায় করোনার বিস্তার শুরু হয়।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ২ হাজার ৯৪৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

দেশে করোনভাইরাস প্রাদুর্ভাব হ্রাসের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না উল্লেখ করে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা মহা সংকটের মধ্যে আছি।’