কিয়েভের কেন্দ্রস্থলে বড়ো ধরনের বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের একেবারে কেন্দ্রস্থল থেকে মঙ্গলবার সকালে অন্তত তিনটি বড়ো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে এটি কি ধরনের বিস্ফোরণ তা জানা যায়নি।
বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক এ কথা জানিয়ে বলেছেন, তিনি দূর থেকে ধোঁয়ার কুন্ডলি দেখেছেন।
কিন্তু কারফিউ থাকায় তিনি বিস্ফোরণ স্থলে যেতে পারেন নি।
তবে সরকারি সূত্র থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোন বিবৃতি পাওয়া যায়নি।
রাজধানী কিয়েভ ঘিরে সম্প্রতি লড়াই জোরদার হয়েছে। রুশ বাহিনী পুরো কিয়েভ ঘিরে রেখেছে। সাধারণ নাগরিকদের রাজধানী ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভের ৩০ লাখ বাসিন্দার অর্ধেকেরও বেশি শহর ছেড়ে চলে গেছে।