কুবিতে নবীন শিক্ষকদের বরণ করলেন বঙ্গবন্ধু পরিষদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবীন শিক্ষকদের বরণ করে নিলেন বঙ্গবন্ধুর পরিষদের ড. দুলাল নন্দী-ড. জুলহাস নেতৃত্বাধীন একাংশ। এসময় পদোন্নতি প্রাপ্ত শিক্ষক ও উচ্চশিক্ষা অর্জন শেষে বিদেশ ফেরত শিক্ষকদেরও বরণ করে নেওয়া হয়।

বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় শিক্ষক লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদ একাংশের এক সাধারণ সভায় এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ জুলহাস মিয়া এবং সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহাঃ হাবিবুর রহমান, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মোকাদ্দেস উল ইসলাম, লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. রশিদুল ইসলাম।

এছাড়াও বঙ্গবন্ধু পরিষদের একাংশে সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং নবনিযুক্ত নবীন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক শিক্ষকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশ নতুন শিক্ষকদের বরণ করে নেন।

মীর শাহাদাত, কুবি