কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাস্ক না পড়ায় ২৬ জনকে অর্থদন্ড

জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য করায়, সামাজিক দূরত্ব না মানায় এবং মাস্ক না পড়ায় ২৬ জনকে ১৪ হাজার ৬ শত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বাসসকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মুখে মাস্ক না পরায় ২৬ জনকে ১৪ হাজার ৬শত টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।