কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের কর্মসূচি গ্রহণ

জেলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনউপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন কমিটির কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১১ রবিউল আউয়াল ১৯ অক্টোবর টাউন হল মাঠে জশনে জুলুছে বিশাল সমাবেশ, শান্তি মিছিল, দরোগাবাড়ী মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়ার মাহফিল। উদযাপন কমিটির উদ্যোগে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ পবিত্র ঈদই মিলাদুন্নবী উদযাপনের কর্মসূচি অবহিত করেন।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদ ই মিলাদুন্নবী কমিটির সাধারণ সম্পাদক চকবাজার আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমিটির অর্থ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আলহাজ শাহ মো. আলমগীর খান মাইজভান্ডারী, কমিটির জুলুছ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাতের সাদারণ সম্পাদক মো. খাদেম ফিরোজ মাইজভান্ডারী, প্রচার সম্পাদক মানিক খন্দকার মাইজভান্ডারী, অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও মো. আবুল বাশারসহ আরও অনেকে।

কেন্দ্রীয় ঈদই মিলাদুন্নবী কমিটির নেতৃবৃন্দ জানান, ১৯৭৪ সাল থেকে কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুশের মাধ্যমে সুষ্ঠুভাবে উদযাপন করা হচ্ছে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান