কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের পর উপাচার্যের কক্ষে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এরপর প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারী শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেন। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

মীর শাহাদাত, কুবি