কুষ্টিয়ায় করোনাভাইরাসে মৃত্যু ৩ জনের এবং শনাক্ত আরও ৩৮ জন

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৪৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ২১ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৫১ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১৩ ভাগ।

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৯৪ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৩৯ জন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৪ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬২৪ জন। আর হাসপাতালে আইনেসালেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান