কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে বড় বড় লাফ ভারতের ক্রিকেটারদের

আইসিসি’র ব্যক্তিগত টেস্ট ব়্যাংকিংয়ে বড়সড় লাফ দিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি ও নবাগত ওপেনার ময়াঙ্ক আগরওয়াল৷ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পর দুই ভারতীয় তারকাই কেরিয়ারের সেরা ব়্যাংকিংয়ে পৌঁছে গিয়েছেন৷

ইন্দোরে ভারতের এক ইনিংস ও ১৩০ রানে ম্যাচ জয়ে ব্যাট হাতে ময়াঙ্ক ও বল হাতে শামি মুখ্য ভূমিকা নেন৷ আগরওয়াল কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তথা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন৷ তিনি আউট হন ২৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলে৷ শামি প্রথম ইনিংসে ২৭ রানের বিনিময়ে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ৪টি উইকেট দখল করেন৷

এমন অনবদ্য পারফরম্যান্সের সুবাদে শামি আইসিসি’র টেস্ট বোলারদের তালিকার ৮ ধাপ উঠে এসে কেরিয়ারের সেরা ৭ নম্বর স্থানে অবস্থান করছেন৷ তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৭৯০, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ৷ কিংবদন্তি কপিল দেব (৮৭৭) ও জসপ্রীত বুমরাহ (৮৩২) এর আগে শামির থেকে বেশি রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন৷

ইন্দোরের ডাবল সেঞ্চুরির পর ময়াঙ্ক আগরওয়াল প্রথম দশের ঠিক চৌকাঠে পৌঁছে গিয়েছেন৷ সদ্য প্রকাশিত ব্যাটসম্যানদের ব়্যাংকিং তালিকায় তিনি ১১ নম্বরে উঠে এসেছেন৷ তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৬৯১৷ কেরিয়ারের প্রথম ৮টি টেস্টের পর আগরওয়ালের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে ৮৫৮ রান৷ টেস্টের ইতিহাসে মাত্র ৭ জন ক্রিকেটার কেরিয়ারের প্রথম ৮টি টেস্টে ময়াঙ্কের থেকে বেশি রান সংগ্রহ করেছেন৷

ডন ব্র্যাডম্যন ৮টি টেস্টে ১২১০ রান সংগ্রহ করেছিলেন৷ পরের ৬টি স্থানে রয়েছেন যথাক্রমে এভার্টন উইকস (৯৬৮), সুনীল গাভসকর (৯৩৮), মার্ক টেলর (৯০৬), জর্জ হ্যাডলি (৯০৪), ফ্র্যাঙ্ক ওরেল (৮৯০) ও হার্বার্ট সুক্লিফ (৮৭২)৷

শামি ছাড়া বোলারদের প্রথম দশে রয়েছেন জসপ্রীত বুমরাহ (৪) ও রবিচন্দ্রন অশ্বিন (১০)৷ ভারপতীয়দের মধ্যে ব্যাটসম্যানদের প্রথম দশে রয়েছেন বিরাট কোহলি (২), চেতেশ্বর পূজারা (৪), অজিঙ্কা রাহানে (৫) ও রোহিত শর্মা (১০)৷ অল-রাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা৷ ৪ নম্বরে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন৷

আজকের বাজার/আরিফ