কে থামাবে লিভারপুলের জয়রথ?

ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্যে গতিতে এগিয়ে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল। এবার ওয়েস্ট হ্যামকে তাদের মাঠে ২-০ ব্যবধানে হারিয়ে ১৯ পয়েন্টে এগিয়ে গেলো ইয়ুর্গেন ক্লপের দল। সব মিলে লিগে টানা ৪১ ম্যাচ অপরাজিত রইল অল রেডরা।

এদিন প্রথম গোলটি আসে মোহামেদ সালাহর পা থেকে। এরপর দ্বিতীয়ার্ধে তার পাস থেকে ব্যবধান ২-০ করেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন।

৩৫তম মিনিটে সালাহর স্পটকিকে এগিয়ে যায় অতিথিরা। ওয়েস্টহ্যামের ডি-বক্সে ওরিগি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় অল রেডরা। লিগে চলতি মৌসুমে মিশরীয় ফরোয়ার্ডের এটি দ্বাদশ গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন চেম্বারলেইন। ৫২ মিনিটে প্রতিপক্ষের কর্নার রুখে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা লিভারপুল। বল নিয়ে এগিয়ে বাম প্রান্তে চেম্বারলেইনকে দারুণ পাস দেন মোহামেদ সালাহ। পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করতে কোনো ভুল হয়নি এই ইংলিশ মিডফিল্ডারের।

১৯৯০ সালের পর লিগ শিরোপা জয়ের পথে থাকা লিভারপুলে ২৪ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। সমান ম্যাচে দুইয়ে থাকা ম্যানসিটির পয়েন্ট ৫১।

আজকের বাজার/আরিফ